ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

স্লিপার ক্লাসের টিকিটেই করুন 3rd AC-এর সফর! কিন্তু কীভাবে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ জুন, ২০২৩, ০৯:০৬ পিএম

স্লিপার ক্লাসের টিকিটেই করুন 3rd AC-এর সফর! কিন্তু কীভাবে

 স্লিপার ক্লাসের টিকিটেই করুন 3rd AC-এর সফর! কিন্তু কীভাবে

 দূরত্ব কমিয়ে আনে ভারতীয় রেল ! দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে যোগাযোগের বন্ধনও তৈরি করে রেলওয়ে। প্রতিদিন কয়েক লাখ মানুষ রেলে যাত্রা করে। ফলে রেলের যাত্রা যাতে সুরক্ষিত এবং আরামদায়ক সেদিকে বিশেষ নজর থাকে।

 বিশেষ করে এই সময়ে দেশের বিভিন্ন প্রান্তেই গরমের ছুটি চলছে। একটা বড় সংখ্যায় মানুষ রেলে বেড়াতে যাচ্ছে। চাপ বেড়েছে যাত্রী পরিষেবায়। আর এক্ষেত্রে অনেক সময়তেই দেখা যায় যে কেউ সাধারণ স্লিপার ক্লাসে টিকিট কেটেছেন কিন্তু আসন হয়ে গিয়েছে ! সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি