ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

১০০ বছরের ভাঙল রেকর্ড! মে'মাসজুড়ে ব্যাপক বৃষ্টি দেশের মরু রাজ্যে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ জুন, ২০২৩, ০২:০৬ পিএম

১০০ বছরের ভাঙল রেকর্ড! মে'মাসজুড়ে ব্যাপক বৃষ্টি দেশের মরু রাজ্যে

১০০ বছরের ভাঙল রেকর্ড! মে'মাসজুড়ে ব্যাপক বৃষ্টি দেশের মরু রাজ্যে

মে মাসে সে রাজ্যে ৬২.৪ মিমি বৃষ্টিপাত হয়েছে। যা রেকর্ড বলছেন আবহাওয়াবিদরা। শুধু তাই নয়, গত ১০০ বছরের মরুরাজ্যে এটাই সর্বোচ্চ বৃষ্টিপাত বলছে মৌসম ভবন। আবহাওয়াবিদরা বলছেন, মরু রাজ্যে মে মাসে গড়ে ১৩.৬ মিমি বৃষ্টিপাত হয়ে থাকে।

 কিন্তু এইবার সমস্ত হিসাব বদলে গিয়েছে! বিশেষ করে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা সহ একাধিক আবহাওয়া পরিবর্তনের কারনে হালকা থেকে ভারী বৃষ্টি হয়েছে। আর সেই মতো শুধুমাত্র মে মাসেই মোট ৬২.৪ মিমি বৃষ্টিপাত হয়েছে রাজস্থানে। যা গত ১০০ বছরে সর্বাধিক বলেই জানাচ্ছেন মৌসম ভবন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি