ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

'তদন্ত ভুল পথে পরিচালিক করছে ইডি', আদালতে ঢোকার মুখে ফের বিস্ফোরক কুন্তল ঘোষ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ জুন, ২০২৩, ০২:০৬ পিএম

'তদন্ত ভুল পথে পরিচালিক করছে ইডি', আদালতে ঢোকার মুখে ফের বিস্ফোরক কুন্তল ঘোষ

'তদন্ত ভুল পথে পরিচালিক করছে ইডি', আদালতে ঢোকার মুখে ফের বিস্ফোরক কুন্তল ঘোষ

ফের ইডির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কুন্তল ঘোষের। ইডির বিরুদ্ধে আবার প্রকাশ্যে মুখ খুলেছেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা। তিনি অভিযোগ করেছেন, ইডি মিথ্যে কথা বলছে। তদন্তকে ভুল পথে পরিচালিত করছে। আদালতে পেশ করার সময় সাংবাদিকরা ইডিকে প্রশ্ন করেছিলেন তারপরেই কুন্তল ঘোষ বলেন, 'ইডি মিথ্যে কথা বলছে, তদন্তকে ভুল পথে পরিচালিত করছে।

যদি সাহস থাকে তাহলে আমার বয়ান আদালতের সামনে আনুক'। প্রসঙ্গত উল্লেখ্য এর আগে কুন্তল ঘোষ অভিযোগ করেছিলেন ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য তাঁর উপর চাপ তৈরি করছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি