এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০২ জুন, ২০২৩, ০২:০৬ পিএম
'আসল ফিল্ম তো দেখাচ্ছে অভিষেককে পাল্টা তোপ দিলীপের
নন্দীগ্রামের অভিষেকের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ । দিলীপ ঘোষ পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেছেন আসল সিনেমা তো ইডি-সিবিআই দেখাচ্ছে। গতকাল নন্দীগ্রােম মিছিল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম রাজ্যের হাইভোল্টেজ বিধানসভা কেন্দ্রে পরিণত হয়েছে।
শুভেন্দু অধিকারী এই কেন্দ্রের ভোটার হয়ে নন্দীগ্রাম থেকে বিজেপির টিকিটে জিতেছিেলন। এবং তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রে হেরেছিলেন তাঁর কাছে। তারপর থেকে নন্দীগ্রামকে নিজের এলাকা বলে একের পর এক হুঙ্কার দিয়েছেন বিজেপির বিধায়ক।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি