ঢাকা, শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ | ২৯ ফাল্গুন ১৪৩১
Logo
logo

সন্ত্রাসী হামলায় আইআরজিসি’র কর্নেল নিহত; কঠোর শাস্তির প্রত্যয়


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ মে, ২০২২, ০১:০৫ পিএম

সন্ত্রাসী হামলায় আইআরজিসি’র কর্নেল নিহত; কঠোর শাস্তির প্রত্যয়

সন্ত্রাসী হামলায় আইআরজিসি’র কর্নেল নিহত; কঠোর শাস্তির প্রত্যয়

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র একজন কর্নেল রাজধানী তেহরানে গুপ্তহত্যার শিকার হয়েছেন।

গতকাল (রোববার) সন্ধ্যায় কর্নেল হাসান সাইয়্যাদ খোদায়ি যখন নিজে গাড়ি চালিয়ে তার বাসভবনে প্রবেশ করছিলেন তখন দুই মোটরসাইকেল আরোহী তাকে গুলি করে পালিয়ে যায়।ঘাতকের পাঁচটি বুলেটের তিনটি তার মাথায় এবং দু’টি হাতে বিদ্ধ হয় এবং তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ইসলামি বিপ্লব বিরোধী সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড চালিয়েছে। বিবৃতিতে কর্নেল খোদায়ির পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলা হয়েছে, এ হত্যাকাণ্ডের নির্দেশদাতা ও ঘাতকদের চিহ্ণিত করে উপযুক্ত শাস্তি দেয়া হবে।

এছাড়া, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে বলেছে, ইসলামি বিপ্লবের শত্রুরা আইআরজিসি’র এক অফিসারকে হত্যা করে ইরানের রেড লাইন অতিক্রম করেছে এবং এজন্য তাদেরকে চড়া মূল্য দিতে হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ইসলামি ইরানের কট্টর শত্রুরা এদেশের নিবেদিতপ্রাণ একজন সৈনিকের প্রাণ সংহার করে আবারও নিজেদের অশুভ চেহারাকে সবার সামনে উন্মোচন করে দিয়েছে।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে