ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

আমেরিকার চাপের মধ্যেও চোখ ধাঁধানো উন্নতি করেছে ইরান: আইআরজিসি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ মে, ২০২২, ০১:০৫ পিএম

আমেরিকার চাপের মধ্যেও চোখ ধাঁধানো উন্নতি করেছে ইরান: আইআরজিসি

আমেরিকার চাপের মধ্যেও চোখ ধাঁধানো উন্নতি করেছে ইরান: আইআরজিসি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, নজিরবিহীন নিষেধাজ্ঞার মধ্যেও দেশ ব্যাপক উন্নতি ও অগ্রগতি অর্জন করেছে। এই উন্নয়নকে তিনি চোখ ধাঁধানো বলে উল্লেখ করেন।

জেনারেল সালামি শহীদদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

২০১৮ সালের ৮ মে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে অবৈধভাবে বেরিয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর থেকেই  ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করতে থাকেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেন ক্ষমতায় এসেও একই নীতি অনুসরণ করছেন। 

জেনারেল সালামি আরও বলেন, ইসলামি বিপ্লব সফল হওয়ার পর থেকেই শত্রুরা ইরানের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা যেকোনো অজুহাতে ইরানকে ঘায়েল করার চেষ্টা করেছে। কিন্তু প্রতিবারই ইরানের সাহসী জাতি সতর্কতা ও প্রতিরোধের মাধ্যমে ষড়যন্ত্র রুখে দিয়েছে।

আইআরজিসি'র কমান্ডার বলেন, শত্রুদের তৎপরতা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তারা কোথায় কী করছে তা আমাদের জানা আছে।

ইরানে ১৯৭৯ সালে ইসলামি বিপ্লব সফল হয়। আমেরিকার সঙ্গে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সম্পর্ক ছিন্ন রয়েছে।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে