এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৩ জুন, ২০২৩, ০১:০৬ পিএম
দুর্ঘটনাস্থলে যাচ্ছেন নরেন্দ্র মোদী, যাবেন হাসপাতালেও
দেশের ইতিহাসে ভয়াবহ রেল দুর্ঘটনা! ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত যা খবর তাতে মৃতের সংখ্যা ৩০০ ছুঁইছুঁই। যদিও রেল কিংবা ওডিশা সরকারের তরফে স্পষ্ট ভাবে কিছু জানানো হয়। তবে রেলের তরফে ২৩৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এরপরয়েই আজ বালেশ্বর যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেই মতো শনিবার দুপুরে বালেশ্বর পৌঁছবেন প্রধানমন্ত্রী। এমনটাই জানা গিয়েছে। গোটা দুর্ঘটনাস্থল সরজমিনে খতিয়ে দেখবেন প্রধানমন্ত্রী।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি