ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

নতুন তুর্কী শতাব্দী বিনির্মাণ করতে চাই: এরদোগান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ জুন, ২০২৩, ০১:০৬ পিএম

নতুন তুর্কী শতাব্দী বিনির্মাণ করতে চাই: এরদোগান

 নতুন তুর্কী শতাব্দী বিনির্মাণ করতে চাই: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট শনিবার পার্লামেন্টে শপথ নেওয়ার পর তিনি নতুন মন্ত্রিসভা গঠন করেছেন। আংকারা কানকায়া প্রেসিডেন্ট প্রাসাদে মন্ত্রীদের নাম ঘোষণা করা হয়। এ সময় সাবেক উপপ্রধানমন্ত্রী সেভদেত ইলমাজকে ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করা হয়েছে।

নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন হাকান ফিদান, স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া, বাণিজ্যমন্ত্রী মেহমেত সিমসেক এবং জ্বালানী ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী হয়েছেন আলপারস্লান বায়ারাক্তার।

অভিষেক অনুষ্ঠানে ভাষণে এরদোগান বলেন, তার সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে মঙ্গলবার। তিনি বলেন, নতুন মন্ত্রিসভাকে সঙ্গে নিয়ে আমরা নতুন তুর্কী শতাব্দী বিনির্মাণ করতে চাই।

এরদোগান আগামী ৫ বছরে বিশ্বের সামনে তুরস্কের সুনাম ও গৌরব বৃদ্ধির জন্য আন্তরিকতার সঙ্গে কাজ করার সংকল্প ব্যক্ত করেন। এরদোগানের শপথ অনুষ্ঠানে ৮১ টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। তার মধ্যে ছিলেন ৫০ জন রাষ্ট্রপ্রধান ও ১৩ জন প্রধানমন্ত্রী । সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি