ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

স্ক্যান্ডাল ফাঁসের ঘটনায় রাজের পরিবারকে দুষলেন পরী


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ জুন, ২০২৩, ০৭:০৬ পিএম

স্ক্যান্ডাল ফাঁসের ঘটনায় রাজের পরিবারকে দুষলেন পরী

 স্ক্যান্ডাল ফাঁসের ঘটনায় রাজের পরিবারকে দুষলেন পরী

অভিনেতা শরিফুল রাজের ফেসবুক আইডি থেকে সোমবার (২৯ মে) দিবাগত রাতে কয়েকটি স্থিরচিত্র ও ভিডিও ফাঁস হয়। সেখানে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষিকে ‘অস্বাভাবিক’ অবস্থায় দেখা গেছে। কথাবার্তায়ও ছিল আপত্তিকর ভাষা।

নিজের আইডি থেকে ছবি-ভিডিও ছড়ালেও কীভাবে ছড়িয়েছে তা জানেন না বলে দাবি করেছেন রাজ। এমনকি ফেসবুক আইডি হ্যাক হয়নি বলেও জানিয়েছেন তিনি। এর চেয়েও অবাক বিষয় হচ্ছে- এসব ভিডিও ফুটেজ নাকি রাজের কাছে নেই! এমনটাই বলছেন এই অভিনেতা।

প্রশ্ন উঠেছে তাহলে কে ফাঁস করলো এই ছবি-ভিডিও? ভুক্তভোগী অভিনেত্রীরাও ইতোমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন। সুনেরাহ বিনতে কামাল ও তানজিন তিশা মামলা করবেন বলেও গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে জানিয়েছেন। এ প্রসঙ্গে রাজ বলেছেন, এ ঘটনায় মামলা হোক। মামলার তদন্তে যার নাম আসবে, তা তিনি মেনে নেবেন। সবাই তখন দেখবে, ঘটনাটি কে ঘটিয়েছে।

এবার এ ঘটনার জন্য রাজের পরিবারের কোনো এক সদস্যকে দোষারোপ করছেন অভিনেত্রী পরীমণি। তবে কোন সদস্য তা তিনি বলেননি। এ বিষয়ে পরীমণি জানান, তিনিও চান মামলা হোক। কারণ, মামলা হলে তদন্ত হবে। সঠিক তথ্য বের হয়ে আসবে।

রাজ-পরীর চলমান দাম্পত্য কলহের কারণে এ ঘটনায় অনেকেই আঙ্গুল তুলছেন পরীমণির দিকে। এ বিষয়ে তিনি বলেন, ‘অনেকে হয়তো আমাকে সন্দেহ করছে। কিন্তু আমি কি পাগল? এসব প্রকাশ করতে যাব। তবে আমি শতভাগ নিশ্চিত, সঠিক তদন্ত হলে এমন একজনের নাম আসবে, শুনলে সবাই অবাকই হবে।’

সেই ব্যাক্তির নাম প্রকাশ না করে পরী বলেন, ‘শুধু এতটুকুই বলি, সে রাজেরই পরিবারের কেউ। মনে রাখবেন, কোনো কিছুই গোপন থাকে না। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা


এনবিএস/ওডে/সি