ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

নায়ক ফারুকের আসনে প্রার্থী হবেন হিরো আলম


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৫ জুন, ২০২৩, ০৫:০৬ পিএম

নায়ক ফারুকের আসনে প্রার্থী হবেন হিরো আলম

 নায়ক ফারুকের আসনে প্রার্থী হবেন হিরো আলম

আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন। এর আগে এই আসনের প্রতিনিধি ছিলেন প্রয়াত চিত্রনায়ক ফারুক। তিনি মারা যাবার পর এই আসনটিকে শূণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর থেকেই ঢাকার এই আসনে প্রার্থী হওয়ার ইচ্ছে পোষণ করেছেন শোবিজ অঙ্গনের অনেকেই। এবার ইউটিউবার হিরো আলম জানালেন এই উপ-নির্বাচনে তিনি প্রার্থী হবেন। সোমবার সকালে এ কথা জানান তিনি।

হিরো আলম বলেন, ‘আজ (৫ মে) বিকেল ৩টায় নির্বাচন কমিশন থেকে নমিনেশন ফর্ম কিনব। ফারুক ভাই একজন মহান নায়ক। তার চলে যাওয়া আমাদের জন্য অনেক বড় ক্ষতি। তার অনেক উন্নয়ন কাজ অসমাপ্ত থেকে গেছে। আমি সেই কাজগুলো সমাপ্ত করতে চাই।’
ঢাকার মানুষ কেন আপনাকে ভোট দেবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাকে সারাদেশের মানুষ ভালোবাসেন। আমি খুব কষ্ট করে এই অবস্থায় এসেছি। ঢাকায় নির্বাচন করে প্রমাণ করতে চাই, মানুষ আমাকে কত ভালোবাসে। আমার বিশ্বাস ঢাকার ভোটাররাও আমাকে ভোট দেবেন।’

আগামী জাতীয় নির্বাচনেও কী ঢাকা থেকে প্রার্থী হবেন- জানতে চাইলে হিরো আলম বলেন, ‘জাতীয় নির্বাচনে আমি ঢাকা থেকে নয়, বগুড়া থেকে নির্বাচনে অংশ নেব।’

এর আগে, গত ফেব্রুয়ারিতে বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে অংশ নেন হিরো আলম। তিনি বগুড়া-৬ আসনে অনেক ভোটে হারলেও বগুড়া-৪ আসনে আওয়ামী লীগ সমর্থিত জাসদের প্রার্থীর কাছে মাত্র ৮৩৪ ভোটে পরাজিত হন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি