ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

আজ ফের ওড়িশা যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখা করবেন আহতদের সঙ্গে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ জুন, ২০২৩, ১২:০৬ পিএম

আজ ফের ওড়িশা যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখা করবেন আহতদের সঙ্গে

 আজ ফের ওড়িশা যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখা করবেন আহতদের সঙ্গে  

 করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার জেরে রাজ্যের অনেক মানুষ মারা গিয়েছেন। অনেকে আহত হয়েছেন। পরিস্থিতি বিবেচনা করে গতকালই পাহাড় সফর বাতিল করেছেন তিনি। আজ ওড়িশায় যাচ্ছেন তিনি।

 ওড়িশার কটকে চিকিৎসাধীন রাজ্যের আহত বাসিন্দাদের সঙ্গে দেখা করবেন তিনি। পাহাড় সফরে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু গতকালই তিনি পাহাড় সফল বাতিল করেন। এবং ওড়িশায় যাওয়ার সিদ্ধান্ত নেন। এখনো রাজ্যের অনেক যাত্রীর চিকিৎসা চলছে ওড়িশার বিভিন্ন হাসপাতালে। তাঁদের রাজ্যে নিয়ে আসা এবং সেখানে চিকিৎসার সুষ্ঠু ব্যবস্থা করছে রাজ্য সরকার।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি