এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৬ জুন, ২০২৩, ১২:০৬ পিএম
যুক্তরাষ্ট্রে ডলারের পতন
পরিষেবা খাতে প্রবৃদ্ধি কম হয়েছে যুক্তরাষ্ট্রের। গত মে মাসে নতুন অর্ডার কমেছে। দেশটির সবশেষ প্রকাশিত অর্থনীতির উপাত্তে এ তথ্য পাওয়া গেছে। এতে মার্কিন মুদ্রা ডলারের পতন ঘটেছে।
গত মাসে যুক্তরাষ্ট্রে অউৎপাদনশীল ক্রয় ব্যবস্থাপনা সূচক (পিএমআই) কমেছে। সেটা দাঁড়িয়েছে ৫০ দশমিক ৩ পয়েন্টে। আগের মাসে (এপ্রিল) যা ছিল ৫১ দশমিক ৯ পয়েন্ট।
এ প্রেক্ষাপটে সোমবার ডলার সূচক নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ১৮ শতাংশ। বর্তমানে তা ১০৩ দশমিক ৯৬ পয়েন্টে অবস্থান করছে। এর আগে যা ছিল ১০৪ দশমিক ৪০ পয়েন্ট।
ফলে এ কার্যদিবসে ইউরোর মান বেড়েছে শূন্য দশমিক ১০ শতাংশ। ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রধান মুদ্রাটির দাম স্থির হয়েছে ১ দশমিক ০৭১৮ ডলারে। জাপানি মুদ্রার বিপরীতে গ্রিনব্যাকের অবমূল্যায়ন ঘটেছে শূন্য দশমিক ৫১ শতাংশ। প্রতি ডলারের দর নিষ্পত্তি হয়েছে ১৩৯ দশমিক ২৮ ইয়েনে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি