এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৮ জুন, ২০২৩, ০৬:০৬ পিএম
আকাশে কালো মেঘের ঘনঘটা, বিপর্যয়-র শক্তিবৃদ্ধিতে গতি পেল বর্ষা
আরব সাগরে আরও শক্তিশালী হয়ে উঠেছে বিপর্যয়। যদিও তাতে ভারতের উপরে কোনও প্রভাব পড়বে না। পাকিস্তানের দিকে অভিমুখ রয়েছে বিপর্যয়ের। ভারতের কাছে আরব সাগরে তৈরি হলেও পাকিস্তানের উপকূলে ল্যান্ড ফল করতে চলেছে ঘূর্ণিঝড় বিপর্যয়। ঘূর্ণিঝড় বিপর্যয় ইতিমধ্যে শক্তি বাড়িয়ে ফেলেছে। এবং তার গতিবেগ নেহাত কম নয়।
গোয়া থেকে ৮৫০ কিলোমিচার দূরে অবস্থান করছে সেটি। মুম্বই থেকে তার দূরত্ব ৯০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম। আবার পোরবন্দর থেকে ৯৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে তার অবস্থান। পাকিস্তানের করাচি থেকে তার অবস্থান রয়েছে ১২২০ কিলোমিটার। করাচি বন্দর উপকূলেই ল্যান্ডফল করার কথা ঘূর্ণিঝড় বিপর্যয়ের।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি