এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৩ মে, ২০২২, ০৬:০৫ পিএম
ঢাকা টেস্টে বাংলাদেশের বিপক্ষে প্রথম সেশনের ২৩তম ওভারে স্লিপে ফিল্ডিং করার জন্য দাড়িয়ে ছিলেন লংকান ক্রিকেটার কুশল মেন্ডিস। তখন হঠাৎই বুকে ব্যাথা অনুভব করায় বুকে হাত দিয়ে মাঠের মাঝে বসে পড়েন মেন্ডিস। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।
প্রাথমিকভবে কুশল মেন্ডিসের সমস্যার কথা গণমাধ্যমে জানানো হয়নি। তবে টিম ম্যানেজমেন্টের সূত্র দিয়ে প্রথম আলো জানিয়েছে, সতর্কতার জন্যই মেন্ডিসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর মেন্ডিসের পরিবর্তে মাঠে ফিল্ডিং করছেন কামিন্দু মেন্ডিস।
এটি কুসল মেন্ডিসের টেস্ট ক্যারিয়ারের ৫০তম খেলা। এর আগের ৪৯টি খেলায় প্রায় ৩৫ গড়ে ৩১৮০ রান করেন তিনি। যেখানে ৭টি শতকের পাশাপাশি অর্ধশতক আছে ১৩টি।