ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

গভীর জঙ্গলে ৪০ দিন পর ৪ শিশুকে জীবিত উদ্ধার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১০ জুন, ২০২৩, ০৩:০৬ পিএম

গভীর জঙ্গলে ৪০ দিন পর ৪ শিশুকে জীবিত উদ্ধার

 গভীর জঙ্গলে ৪০ দিন পর ৪ শিশুকে জীবিত উদ্ধার

কলোম্বিয়ার সামরিক বাহিনী চার শিশুকে খুঁজে পায়। তাদের বয়স ১, ৪, ৯ ও ১৩ বছর। ১লা মে এক বিমান দুর্ঘটনার পর তার ওই গহীন জঙ্গলের কঠিন পরিস্থিতিতেও ৪০ দিন যাবত জীবিত ছিল। ৯ জুন দেশটির সেনারা জঙ্গলের মধ্যে তাদেরকে খুঁজে পায়।

কলাম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বিমান দুর্ঘটনার দীর্ঘ সময় পর শিশু চারটির জীবিত উদ্ধারের কথা ঘোষণা করেন। আদিবাসী সম্প্রদায়ের এসব শিশুকে গত শুক্রবার কলাম্বিয়ার কাকুয়েটা ও গুয়াভাইরা প্রদেশের সীমান্ত এলাকায় পাওয়া যায়। সেখানে তাদের বহনকারী বিমানটি বিধ্বস্ত হয়।

সেশনা ২০৬ বিমানটিতে বিধ্বস্তের সময় ৭ জন আরোহী ছিল। আমাজোনাস প্রদেশের আরাকুয়ারা থেকে গুয়াভাইরা প্রদেশের সান জোস ডেল গুয়াভাইরা শহরে যাওয়ার পথে বিমানটি বিধ্বস্ত হয়। ১লা মে ভোরের দিকে বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার বিপদ সংকেত পাঠিয়েছিল।

বিমানটির তিন বয়স্ক আরোহী নিহত হন এ দুর্ঘটনায়। তারা হলেন শিশুদের মা ও বাবা এবং বিমানটির পাইলট। বিমানের ভেতরেই তাদের মরদেহ পাওয়া যায়। শিশুদেরকে জীবিত পাওয়ার ঘটনায় পুরো কলাম্বিয়ায় আনন্দ হয়েছে।

পেত্রো সাংবাদিকদের বলেন, ছোট শিশুরা দুর্বল হলেও তারা নিজেরাই গভীর জঙ্গলে সংগ্রাম করে বেঁচেছিল। তাদের জীবিত পাওয়ায় আমি খুবই আনন্দিত হয়েছি।

উদ্ধারকারীরা অনুসন্ধানী কুকুর নিয়ে জঙ্গলের ভেতরে তল্লাশি চালান। তারা এক স্থানে শিশুদের খাওয়া ফলের খোসা ও আটি এবং থাকার জন্য গাছ-পাতার তৈরি একটি অস্থায়ী আস্তানা দেখতে পান। তারা নিখোঁজ শিশুদের পায়ের ছাপও দেখতে পান।

ঊগোটা থেকে আলজাজিরা সংবাদদাতা আলেসান্দ্রো রামপিয়েতি জানান, শিশুরা বেশ সুস্থ রয়েছে। তারা নিজ প্রচেষ্টা দীর্ঘ পাঁচ সপ্তাহ গভীন জঙ্গলে বেঁচে ছিল।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা


 এনবিএস/ওডে/সি