ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

এমপির পদ থেকে বরিস জনসনের পদত্যাগ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১০ জুন, ২০২৩, ০৩:০৬ পিএম

এমপির পদ থেকে বরিস জনসনের পদত্যাগ

 এমপির পদ থেকে বরিস জনসনের পদত্যাগ

 যুক্তরাজ্যের পার্লামেন্টের সদস্যের (এমপি) পদ থেকেও ইস্তেফা দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। ‘পার্টিগেট কেলেঙ্কারির’ ঘটনায় দেওয়া এক তদন্ত রিপোর্টের জের ধরে তিনি শুক্রবার পদত্যাগের ঘোষণা দেন।

বরিস বলেন, প্রিভিলেজেস কমিটির রিপোর্টের কারণে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। ওই তদন্ত রিপোর্টে  তাকে অন্যায়ভাবে এমপি পদ থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

এর আগে শুক্রবার সকালে প্রিভিলেজেস কমিটির তদন্ত রিপোর্টের একটি অনুলিপি হাতে পান জনসন। তার মতে, রিপোর্টটি হেঁয়ালি, অসত্য ও পক্ষপাতে পরিপূর্ণ।

শুক্রবার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে বরিস দাবি করেন, কমিটি তাদের রিপোর্টে এমন কিছুই হাজির করতে সক্ষম হয়নি যাতে প্রমাণ হয় যে, তিনি ইচ্ছাকৃতভাবে কমনস সভাকে (পার্লামেন্টের নিম্নকক্ষ) বিভ্রান্ত করেছেন।

এর আগে গত মার্চে বরিস তদন্ত কমিটির কাছে একথা স্বীকার করেছিলেন যে, করোনা বিধি উপেক্ষা করে বন্ধুদের নিয়ে পানাহারের আয়োজন করার বিষয়ে তিনি পার্লামেন্টকে বিভ্রান্ত করেছিলেন। তবে তিনি এও বলেছিলেন যে, তিনি ইচ্ছাকৃতভাবে তা করেননি।

২০২০-২১ সালে করোনা মহামারি চলাকালে যুক্তরাজ্যে বিভিন্ন বিধিনিষেধ জারি ছিল। তখন লকডাউনের বিধি ভেঙে তৎকালীন প্রধানমন্ত্রী বরিস নিজ কার্যালয়ে একাধিক পানাহারের আয়োজন করেন, যা নিয়ে তাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। এ বিষয়টিই ‘পার্টি গেট কেলেঙ্কারি’ নামে পরিচিত। এসব অভিযোগকে কেন্দ্র করে বরিসকে ২০২২ সালের ৭ জুলাই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিতে হয়।
সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা


 এনবিএস/ওডে/সি