এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৩ মে, ২০২২, ০৬:০৫ পিএম
৭৫তম কান চলচ্চিত্র উৎসবকে হলিউডের পাশাপাশি আলোকিত করেছে বলিউড তারকারা। ঐশ্বরিয়া রায়, দীপিকা পাদুকোন, আর মাধবন - এমন কি কম আলোচিত অভিনেত্রী হিনা খানও উপস্থিত হয়েছেন এবারের উৎসবে। ভারতীয় সেলেব্রিটিদের জন্য কানে একটা বিশেষ স্থানই আছে বলা যায়।
এসব তারকাদের প্রায় সকলেই উপস্থিত হয়েছেন ‘আর্মাগেডন টাইম’ ছবির প্রিমিয়ারে। ‘আর্মাগেডন টাইম’ হলো ২০২২ সালে নির্মিত যুক্তরাষ্ট্রের একটি পিরিয়ড ড্রামা ফিল্ম যা জেমস গ্রে রচিত, পরিচালিত এবং প্রযোজিত। এতে অভিনয় করেছেন অ্যান হ্যাথওয়ে, অ্যান্থনি হপকিন্স এবং জেরেমি স্ট্রং। সিনেমাটোগ্রাফার দারিয়াস খোন্দজির সঙ্গে নিউ জার্সিতে ছবিটির শুটিং হয়েছিল।
এই উৎসবে আর মাধবন পরিচালিত প্রথম ছবি ‘রকেটরি: দি নাম্বি ইফেক্ট’ এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এ বছর ভারতকেই উৎসবের মার্শে দ্যু সিনেমা সম্মানিত করার উদ্যোগ নিয়েছে। দীপিকা পাদুকোন রয়েছেন জুরি মÐলে। এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি হিসেবে উৎসবে যুক্ত হয়েছেন এআর রহমান, আর মাধবন, শেখর কাপুর, মামি খান, নওয়াজউদ্দিন সিদ্দিকী, তামান্না ভাটিয়া এবং পূজা হেজ। -ইন্ডিয়ান এক্সপ্রেস