ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫ | ২৯ ফাল্গুন ১৪৩১
Logo
logo

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসিডরের সাথে মাসরুর মওলার সৌজন্য সাক্ষাৎ


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ২৪ মে, ২০২২, ০১:০৫ পিএম

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসিডরের সাথে মাসরুর মওলার সৌজন্য সাক্ষাৎ

 

আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। ২৩ মে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশে নিযুক্ত অ্যাম্বাসেডর চার্লস হোয়াইটলির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত  কূটনৈতিক মাসরুর মওলা। এ সময় দেশের চলমান পরিস্থিতি ও আগামী নির্বাচন নিয়ে উভয়ের মধ্যে বেশ কিছুক্ষণ আলোচনা অনুষ্ঠিত হয়।

মাসরুর মওলা বলেন, জাতীয় পার্টি শান্তির রাজনীতি বিশ্বাস করে। আমরা চাই মানুষ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারুক। সাধারণ জনগণের মৌলিক অধিকার ও সুষম উন্নয়নের ছোঁয়া পাক। এ লক্ষ্যকে সামনে নিয়ে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি নিজেদের ঘর গোছানোর পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির চেষ্টা করছে। আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি । আমরা জনগণের উপর আস্থাশীল পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করছি।