ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
Logo
logo

ইকুয়েডরে কফিনে জেগে উঠলেন এক নারী


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৪ জুন, ২০২৩, ০৭:০৬ পিএম

ইকুয়েডরে কফিনে জেগে উঠলেন এক নারী

 ইকুয়েডরে কফিনে জেগে উঠলেন এক নারী

স্বজনরা তখনো শোকে বিহ্বল। তাদের প্রিয়জন ৭৬ বছরের বেলা ইওলান্ডা মন্টোয়া কাস্ত্রো মারা যাওয়ার পর তার সৎকারের প্রস্তুতি নিচ্ছেন। আর তখন জানা গেলো মন্টোয়া জেগে উঠে কফিনে ধাক্কা দিচ্ছেন। সি

মন্টোয়ার ছেলে গিলবার্তো বারবেরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে বলেছেন, আমি কফিনটি উপরে তুললাম, এবং তার হৃদপিণ্ড ধড়ফড় করছিল, এবং তার বাম হাতটি কফিনে আঘাত করছিল... আমরা তাকে এখানে হাসপাতালে আনার জন্য ৯১১ নম্বরে কল করেছি।

দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় এ ঘটনার একটি রাষ্ট্রীয় তদন্তের নির্দেশ দিয়েছে।

মন্টোয়াকে শুক্রবার সম্ভাব্য স্ট্রোক এবং কার্ডিওপালমোনারি অ্যারেস্টের পর হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং জ্ঞান ফিরে না আসায় কর্তব্যরত একজন ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছিলেন। মন্টোয়া বাবাহায়োর মার্টিন ইকাজা হাসপাতালে নিবিড় পরিচর্যায় ছিলেন। মন্তব্যের জন্য হাসপাতালে সিএনএন খোঁজ করলে কোনো সাড়া মেলেনি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি