ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Logo
logo

বেইজিং আন্তর্জাতিক উৎসবে পুরস্কার জিতেছে ‘দ্য জু’


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৪ জুন, ২০২৩, ০৮:০৬ পিএম

বেইজিং আন্তর্জাতিক উৎসবে পুরস্কার জিতেছে ‘দ্য জু’

 বেইজিং আন্তর্জাতিক উৎসবে পুরস্কার জিতেছে ‘দ্য জু’  

নাফিসে জারে রচিত ও পরিচালিত ইরানি শর্ট ফিল্ম ‘দ্য জু’  চীনের ১৩তম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে। কাভেহ মাজাহেরি এবং সোরেনা একবাতানি প্রযোজিত চলচ্চিত্রটি ২০২২ সালের ১৮ থেকে ২৮ নভেম্বর অনুষ্ঠিত ১২তম বেইজিং আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভালে দেখানো হয়।

এর আগে জানুয়ারিতে তুরস্কের দ্বিতীয় দিয়ারবাকির আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভালে ‘দ্য জু’ সেরা চলচ্চিত্র পুরস্কারের জন্য যৌথভাবে বিজয়ী নির্বাচিত হয়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি