ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

তাইওয়ানকে রক্ষায় চীনের বিরুদ্ধে যুদ্ধের হুমকি বাইডেনের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ মে, ২০২২, ০২:০৫ পিএম

তাইওয়ানকে রক্ষায় চীনের বিরুদ্ধে যুদ্ধের হুমকি বাইডেনের

তাইওয়ানকে রক্ষায় চীনের বিরুদ্ধে যুদ্ধের হুমকি বাইডেনের

তাইওয়ানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে চীনের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জাপানের রাজধানী টোকিও-তে সেদেশের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।

তাইওয়ানকে রক্ষায় আমেরিকা সামরিক পথ বেছে নেবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন- 'হ্যাঁ, আমরা এ ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ'।

তিনি আরও বলেন, 'আমরা এক চীন নীতির সঙ্গে একমত। আমরা তাতে সই করেছি। কিন্তু জোর করে তাইওয়ানকে নিয়ন্ত্রণে নেওয়ার দৃষ্টিভঙ্গি সঠিক নয়। এটা করা হলে গোটা অঞ্চলই অস্থিতিশীল হয়ে পড়বে এবং তা ইউক্রেনের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের সমতুল্য হবে'।

তাইওয়ানের খুব কাছাকাছি এলাকায় বিমান উড়িয়ে এবং নানা মহড়া চালিয়ে চীন উসকানি দিচ্ছে বলে মন্তব্য করেন বাইডেন।

বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ও জাপানের প্রধানমন্ত্রী চীনের নৌবাহিনীর তৎপরতা এবং রুশ-চীন সামরিক মহড়ার ওপর কঠোর নজরদারি করার বিষয়ে একমত হয়েছেন।

চীনকে নিজের অর্থনৈতিক ও সামরিক প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র। খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে