ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হয়েছে : পুতিন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৭ জুন, ২০২৩, ০৩:০৬ পিএম

বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হয়েছে : পুতিন

 বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হয়েছে : পুতিন

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার ভূখণ্ড কিংবা রাষ্ট্র হুমকির মুখে পড়লেই তারা এ অস্ত্র ব্যবহার করবেন। স্থানীয় সময় শুক্রবার সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে বক্তব্য দেওয়ার সময় পুতিন এ কথা বলেন।

বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছিলেন পুতিন গত মার্চে। সেই সময় মস্কো বলেছিল, যুক্তরাষ্ট্র এমন অস্ত্র গত কয়েক দশক ধরে ইউরোপে মোতায়েন করে রেখেছে। যদিও রাশিয়ার এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছিল যুক্তরাষ্ট্র।

পুতিন বলেন, তাত্ত্বিকভাবে পারমাণবিক অস্ত্রের ব্যবহার সম্ভব। আঞ্চলিক অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং রাশিয়ার অস্তিত্বের জন্য হুমকি তৈরি করা হলে এটা ব্যবহার করা হতে পারে। এ বছর গ্রীষ্মকাল শেষে পারমাণবিক অস্ত্র মোতায়েনের প্রক্রিয়া পুরোপুরি শেষ হবে বলে জানান তিনি।

এর আগে বিষয়টি নিয়ে সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে সাক্ষাৎকার দিয়েছিলেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। গত বৃহস্পতিবার বেলারুশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেলতা ওই ভিডিও সাক্ষাৎকারটি তাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে। এতে দেখা যায়, লুকাশেঙ্কো বলছেন, ‘রাশিয়ার কাছ থেকে আমরা বোমা ও ক্ষেপণাস্ত্র পেয়েছি। এগুলো হিরোশিমা ও নাগাসাকিতে নিক্ষেপ করা পারমাণবিক বোমার চেয়ে তিনগুণ শক্তিশালী।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা


 এনবিএস/ওডে/সি