ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

২৪-এ প্রভু রাম অযোধ্যায় প্রতিষ্ঠিত হবেন! বললেন যোগী


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৭ জুন, ২০২৩, ০৫:০৬ পিএম

২৪-এ প্রভু রাম অযোধ্যায় প্রতিষ্ঠিত হবেন! বললেন যোগী

২৪-এ প্রভু রাম অযোধ্যায় প্রতিষ্ঠিত হবেন! বললেন যোগী

২০২৪ সালেই প্রভু রাম নিজের মন্দির অযোধ্যাতে প্রতিষ্ঠিত হবেন। এমনটাই জানালেন যোগী আদিত্যনাথ। একই সঙ্গে আগের সরকারকেও একহাত নিলেন তিনি। সম্প্রতি শোনভদ্রতে একাধিক উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন করতে যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

 আর সেখান থেকেই কড়া ভাষায় উত্তরপ্রদেশের আগের সরকারকে আক্রমণ করেন। বলেন, আগের সরকার ভগবান রামকে তাবুতে রাখতে চেয়েছিল। কিন্তু আগামী বছরেই অযোধ্যায় নিজের মন্দিরে রাম অধিষ্ঠিত হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি