ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইরানি কর্নেল হত্যার ঘটনায় বিশ্বব্যাপী ইসরাইলি দূতাবাসে কড়া সতর্কতা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ মে, ২০২২, ০২:০৫ পিএম

ইরানি কর্নেল হত্যার ঘটনায় বিশ্বব্যাপী ইসরাইলি দূতাবাসে কড়া সতর্কতা

ইরানি কর্নেল হত্যার ঘটনায় বিশ্বব্যাপী ইসরাইলি দূতাবাসে কড়া সতর্কতা

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র এক কর্নেল হত্যার ঘটনায় বিশ্বজুড়ে ইসরাইলি দূতাবাসগুলোতে সতর্কতা জারি করেছে তেলআবিব।

ইসরাইলের চ্যানেল-ওয়ান ওই খবর দিয়ে জানিয়েছে: গতকাল (রোববার) ইরানের রাজধানী তেহরানে কর্নেল হাসান সাইয়্যাদ খোদায়ি নামের ওই কর্নেলকে দুই মোটরসাইকেল আরোহী গুলি করে হত্যা করার পর ইহুদিবাদী ইসরাইল তাদের কূটনৈতিক মিশনগুলোতে ওই সতর্কতা জারি করলো।

বার্তা সংস্থা আইআরআইবি জানিয়েছে, খোদায়ির মাথায় তিনটি গুলি এবং হাতে দুটি আঘাত হানার পর ঘটনাস্থলেই তিনি মারা যান। ওই হত্যাকাণ্ডের পরপরই আইআরজিসি এক বিবৃতিতে বলেছে: হত্যাকাণ্ডের পেছনে ইসলামি বিপ্লব বিরোধীদের হাত রয়েছে।

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের ঘনিষ্ট নুর নিউজ এজেন্সি জানিয়েছে রেডলাইন অতিক্রমি এই হত্যাকাণ্ডের মতো ভুল বহু হিসেব-নিকেশ পাল্টে দেবে। এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড এবং এজেন্টদেরকে চড়া মূল্য দিতে হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

স্বয়ং ইসরাইলি সংবাদ প্রতিবেদনে অতীতেও অন্তত সাত ইরানি পারমাণু বিজ্ঞানী হত্যার ঘটনায় ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের ভূমিকার কথা স্মরণ করা হয়।

ফিলিস্তিনের মুজাহিদিন আন্দোলন এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। সংগঠনটি এই হত্যাকাণ্ডে মোসাদের সংশ্লিষ্টতার প্রতি ইঙ্গিতত করে এটিকে 'কাপুরুষোচিত সন্ত্রাসী অভিযান' বলে উল্লেখ করেছে। খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে