এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৮ জুন, ২০২৩, ০২:০৬ পিএম
যুক্তরাজ্যে একদিনে শতাধিক অবৈধ অভিবাসী আটক
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০ দেশের ১০৫ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। আটককৃতদের মধ্যে কোনো বাংলাদেশি আছে কিনা নিশ্চিত হওয়া যায়নি। তাদের বিরুদ্ধে বৈধ অনুমতি ছাড়া কাজ করা এবং ভুয়া অভিবাসী কাগজপত্র প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে। অভিযানে নগদ অর্থও জব্দ করা হয়েছে জানা গেছে।
রেস্তোরাঁ, সেলুন, কার ওয়াশ এবং খুচরা পণ্যের দোকানে পরিচালিত পৃথক অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৪০ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। বাকিরা জামিনে মুক্তি পেয়েছেন বলে জানা গেছে।
গত বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় এই অভিযান। শতাধিক আটকের ঘটনাকে একদিনে সর্বোচ্চ বলে মনে করছেন ব্রিটেনের অভিবাসী আইনজীবীরা। অভিযানের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ভোরে নর্থ লন্ডনের ব্রেন্টে ইমিগ্রেশন ইনফোর্সমেন্ট কর্মকর্তাদের কার্যক্রম পরিদর্শনে যোগ দেন। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান ঋষি সুনাক সরকার। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি