এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৮ জুন, ২০২৩, ০২:০৬ পিএম
ফ্রান্সে ছোট বিমান বিধ্বস্ত, ২ সেনাসহ নিহত ৩
গত শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় পাহাড়ি এলাকায় ছোট আকারের বিমানটি বিধ্বস্ত হয়। আঞ্চলিক সরকারি কৌঁসুলি প্যাত্রিস ক্যামবেরো জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনাস্থলে গিয়ে তদন্ত কর্মকর্তারা আলামত সংগ্রহ করেছেন।
সেনাবাহিনী জানায়, নিহতদের দুইজন সেনাসদস্য। তারা দ্বিতীয় কমব্যাট হেলিকপ্টার রেজিমেন্টের প্রশিক্ষণ ঘাঁটিতে ছিলেন। বিমানটি বিধ্বস্তের কারণে দুর্ঘটনাস্থলের আশপাশের গাছপালায় আগুন ধরে যায় বলে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি