ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

হত্যা ও সন্ত্রাসের পেছনে আমেরিকা ও ইসরাইল: ইরানের সামরিক মুখপাত্র


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ মে, ২০২২, ০২:০৫ পিএম

হত্যা ও সন্ত্রাসের পেছনে আমেরিকা ও ইসরাইল: ইরানের সামরিক মুখপাত্র

হত্যা ও সন্ত্রাসের পেছনে আমেরিকা ও ইসরাইল: ইরানের সামরিক মুখপাত্র

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রভাবশালী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি বলেছেন, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের মূলে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইল। তারাই সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করে।

ইরানের খোররামশাহর মুক্ত দিবসকে সামনে রেখে রাজধানী তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আজ (সোমবার) এ কথা বলেন।

গতকাল তেহরানে সন্ত্রাসীদের হামলায় শহীদ হয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কর্নেল হাসান সাইয়দ খোদায়ি। এই হত্যাকাণ্ডের কথা তুলে ধরে জেনারেল শেকারচি বলেন, ইরান সব সময় সন্ত্রাসবাদের শিকার হয়েছে। সন্ত্রাসীরা এ পর্যন্ত প্রায় ১৭ হাজার ইরানিকে হত্যা করেছে। আর এসব সন্ত্রাসী তৎপরতার পেছনে রয়েছে আমেরিকা ও তার মিত্ররা।

মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা মানবাধিকার ইস্যুতে যেসব দাবি করছে তার সবই লোকদেখানো বলে মন্তব্য করেন এই কমান্ডার।

শেকারচি আরও বলেন, শত্রুরা যখনি ইরানের মোকাবেলায় নিরুপায়বোধ করে এবং সব পথ রুদ্ধ হয়ে গেছে বলে মনে করে তখনি সন্ত্রাসের পথ বেছে নেয়।

তিনি বলেন, ইসলামি বিপ্লবের শত্রুরা হত্যা-সন্ত্রাসকে নিজেদের জন্য সাফল্য মনে করলেও বাস্তবতা হচ্ছে এটা তাদের জন্য বড় ব্যর্থতা।#  খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে