ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

দ্বিচারি' মুখ্যমন্ত্রীকে নিয়ে আরও এক ভবিষ্যদ্বাণী পিকের! নিয়ে নীতীশ-লালু-তেজস্বীকে নিশানা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৮ জুন, ২০২৩, ০৬:০৬ পিএম

দ্বিচারি' মুখ্যমন্ত্রীকে নিয়ে আরও এক ভবিষ্যদ্বাণী পিকের!  নিয়ে নীতীশ-লালু-তেজস্বীকে নিশানা

দ্বিচারি' মুখ্যমন্ত্রীকে নিয়ে আরও এক ভবিষ্যদ্বাণী পিকের!  নিয়ে নীতীশ-লালু-তেজস্বীকে নিশানা

বিহারের রাজনীতিতে নীতীশ কুমার ছাড়া তাঁর কোনও প্রতিপক্ষ নেই। সেই নীতীশ কুমার যেভাবে কোনও সময় লালু যাদবের সঙ্গে আর কোনও সময় বিজেপির সঙ্গে, তা নিয়ে প্রশান্ত কিশোরে  আপত্তি। মাস খানের আগে প্রশান্ত কিশোরে এক ভবিষ্যদ্বাণী করেছিলেন, এবার তিনি আরও এক ভবিষ্যদ্বাণী করেছেন। সঙ্গে নীতীশের 'দ্বিচারি' রাজনীতিকে নিশানা করেছেন।

 নীতীশ কুমার  কে আক্রমণ করতে গিয়ে পিকে বলেছেন ২০১৫ সালে বিহারের মানুষ তাঁকে ভোট দিয়েছিল। কিন্তু ২০১৭ সালে প্রতারণ করে পালিয়ে গিয়েছিলেন। বিহারের মানুষ আবার তাঁকে ভোট দেবেন। আবার এই লোকটি ঠকিয়ে পালিয়ে যাবে। এটাই হতে চলেছে বলে ভবিষ্যদ্বাণী করেছেন প্রশান্ত কিশোর।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি