ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

একের পর এক রাজ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস! তালিকায় বাংলার কোন কোন এলাকা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৮ জুন, ২০২৩, ০৬:০৬ পিএম

একের পর এক রাজ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস! তালিকায় বাংলার কোন কোন এলাকা

একের পর এক রাজ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস! তালিকায় বাংলার কোন কোন এলাকা  

 প্রায় সাত দিন দেরি করে আট জুন কেরলে বর্ষা প্রবেশ করে। এরপর ঘূর্ণিঝড় বিপর্যয়ের কারণে মৌসুমী বায়ুর অগ্রসর থমকে যায়। এই মুহূর্তে দেশের একাধিক রাজ্যে বন্যা ও ধসে বিপর্যস্ত।

 আবহাওয়া দফতরের তরফে আগামী ২৪ ঘন্টায় অন্তত নটি রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের তরফে যে রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাতেত সতর্কতা জারি কর হয়েছে, সেগুলি হল মেঘালয়, সিকিম, পশ্চিমবঙ্গ, দক্ষিণ রাজস্থান, উত্তর গুজরাট, কেরল, তামিলনাড়ু, দক্ষিণ অভ্যন্তরীণ কর্নাটক এবং মধ্যপ্রদেশ। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দফতরের তরফে সতর্ক

 করে বলা হয়েছে, দক্ষিণ রাজস্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। উত্তর গুজরাত ও কচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বেশিরভাগ জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি