এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৮ জুন, ২০২৩, ০৬:০৬ পিএম
যোগা থেকে দ্বিপাক্ষিক বৈঠক! প্রধানমন্ত্রী মোদীর আমেরিকা সফরের সূচি একনজরে
রাষ্ট্রীয় সফরে মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া প্রধানমন্ত্রীর এই সফরে প্রতিরক্ষা এবং প্রযুক্তির মতো বেশ কিছু ক্ষেত্রে বাধা দূর হবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এছাড়াও ভারতের প্রধানমন্ত্রী মোদী ও আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের মধ্যে দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা হবে।
শুক্রবার বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মোদী মার্কিন যুক্তরাষ্ট্র সফর করবেন ২০-২৪ জুন। তাঁকে হোয়াইট হাউজে স্বাগত জানাবেন প্রেসিডেন্ট বাইডেন। মোদী মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণও দেবেন। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের পর এটি তৃতীয় কোনও রাষ্ট্রপ্রধানের সফর হতে যাচ্ছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি