এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৮ জুন, ২০২৩, ০৯:০৬ পিএম
আফ্রিাকান নেতৃবৃন্দের সঙ্গে পুতিনের বৈঠক:ইউক্রেন যুদ্ধ বন্ধে আগ্রহ নেই
মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আফ্রিাকার নেতাদের ৩ ঘন্টাব্যাপী বৈঠক হয়। এতে ইউক্রেন যুদ্ধ অবসানের একটি ‘শান্তি পরিকল্পনা’ নিয়ে আলোচনা করা হয়। তবে মস্কো বলেছে ‘বর্তমান অবস্থার আলোকে এ পরিকল্পনা বাস্তবায়ন করা খুবই কঠিন হবে।’
রিয়া নভোস্তির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, আফ্রিকার দেশগুলোর নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে পুতিন বলেছেন, রাশিয়া কখনো ইউক্রেনীয় পক্ষের সঙ্গে আলোচনা করতে অস্বীকার করেনি। কিয়েভই বরং আলোচনার পথ বন্ধ করে রেখেছে। আফ্রিকান নেতারা শান্তি মিশনে ইউক্রেন সফর করার একদিন পর রাশিয়া যান। কিন্তু তাদের বৈঠক দৃশ্যত কোন সুফল এনে দিতে পারেনি।
সাত জন আফ্রিকান নেতার মধ্যে রয়েছেন কমোরো ও সেনেগালের প্রেসিডেন্ট, দক্ষিণ আফ্রিকা, জাম্বিয়া ও মিসরের প্রধানমন্ত্রী এবং কঙ্গো ও উগান্ডার শীর্ষ দূতেরা । ১৬ মাস ব্যাপী যুদ্ধ বন্ধে গত শুক্রবার তারা কিয়েভে ইউক্রেনের নেতাদের সঙ্গে বৈঠক করেন।
শনিবার নেতার সেইন্ট পিটার্সবার্গ যান। সেখানে রাশিয়ার নেতুত্বাধীন অর্থনৈতিক ফোরামের বৈঠক উপলক্ষে পুতিন সেখানে অবস্থান করছিলেন। পুতিন ইউক্রেন যুদ্ধের ব্যাপারে রাশিয়ার অবস্থানের কথা পুণর্ব্যক্ত করে বলেন, গত বছর ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে অভিযান চালানোর অনেক আগে থেকেই ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা সেখানে লড়াই শুরু করেছিল। তিনি বলেন, গত বছর বিশ্বে খাদ্যের দাম দ্রুত ব্যাপক বৃদ্ধি পাওয়ার জন্য রাশিয়া নয়,পশ্চিমা দেশগুলো দায়ী। এদাম বাড়ায় বিশেষভাবে আফ্রিকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ।
পুতিন বার বার করে বলেছেন যে, যে কোন শান্তির ক্ষেত্রে ‘নতুন বাস্তবতা’ অবশ্য মেনে নিতে হবে। যার অর্থ হচ্ছে রাশিয়া তার সঙ্গে সংযুক্ত বলে ঘোষিত ৫টি ইউক্রেনীয় প্রদেশ হচ্ছে কিয়েভের জন্য রেড লাইন। এর মধ্যে ৪টি প্রদেশের ওপর মস্কোর আংশিক নিয়ন্ত্রণে রয়েছে।
বৈঠকের পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ বলেন, আফ্রিকান নেতাদের ১০ দফা শান্তি পরিকল্পনা পেশ করেছেন। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেস্কভ বলেছেন, আফ্রিকার দেশগুলোর শান্তি পরিকল্পনা বাস্তবায়ন করা হবে খুবই কঠিন। তবে প্রেসিডেন্ট পুতিন বিষয়টি বিবেচনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে প্রতিনিধিদলের রুদ্ধদ্বার আলোচনা হয় শুক্রবার । ওই আলোচনায় যুদ্ধ বন্ধে সংলাপের আহ্বান জানান তারা। তবে তাদের এই আহ্বান নাকচ করে দিয়েছেন জেলেনস্কি।
রাশিয়া ও ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আফ্রিকার দেশগুলো বিভক্ত। কিছু দেশ ইউক্রেনের পক্ষে। আবার কিছু দেশ মস্কোর পক্ষে। কিছু দেশ নিরপেক্ষ অবস্থানে রয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি