এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৯ জুন, ২০২৩, ০১:০৬ পিএম
যুক্তরাষ্ট্রে উৎসবে বন্দুক হামলা, নিহত ১ আহত ২০
ইলিনয়সের উইলোব্রুক শহরে রোববার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ইউএসএটুডে জানায়, জুনটিনথ উৎসবে অংশ নিতে একটি পার্কিং লটে জড়ো হওয়া মানুষকে লক্ষ্য করে আচমকা গুলিবর্ষণ শুরু করে এক দল অস্ত্রধারী। সিএনএন বলছে, আহতের সংখ্যা ২২। হুড়োহুড়িতে আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। পুলিশের পাল্টা গুলীতে হামলাকারীরা পিছু হটেছে, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি