ঢাকা, শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

বিরোধীদের অপদস্থ করছে মোদী সরকার : মমতা বন্দ্যোপাধ্যায়


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ মে, ২০২২, ০২:০৫ পিএম

বিরোধীদের অপদস্থ করছে মোদী সরকার : মমতা বন্দ্যোপাধ্যায়

বিরোধীদের অপদস্থ করছে মোদী সরকার : মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারকে টার্গেট করে বলেছেন, ‘বিরোধীদের অপদস্থ করছে এই সরকার, যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে ফেলেছে।’ তিনি আজ (সোমবার) রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।

মমতা বলেন, ‘সব ব্যাপারে কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে তুঘলকি কায়দায় সরকার চালাতে চাচ্ছে কেন্দ্র। তবে সব এজেন্সি খারাপ, আমি বলছি না। ওরা সঠিকভাবে কাজ করতে পারছে না। কারণ,  দু’জনের (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ) হাতে অটোনমি রয়েছে।’ 

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘এ রকম নিকৃষ্টমানের রাজনৈতিক হস্তক্ষেপ স্ট্যালিন, হিটলার, মুসোলিনিও করেনি। আমি আমার দেশকে ভালবাসি। কিন্তু যা চলছে, তা মেনে নেওয়া যাচ্ছে না। ক্ষমতায় এসে এ ভাবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা উচিত নয়। এজেন্সিগুলোকে (সিবিআই/ইডি) নিরপেক্ষ ভাবে কাজ করতে দিতে হবে। দেশকে এজেন্সি রুল থেকে বাঁচাতে কেন্দ্রীয় সংস্থাগুলোকে অটোনমি দেওয়া হোক। কেন্দ্রীয় সরকার তাদের শুধু বেতন দেওয়ার কাজ করুক।’   

 রাজ্যে বেআইনি অর্থলগ্নি সংস্থায় দুর্নীতি, কয়লা ও গরু পাচার থেকে শুরু করে  নির্বাচন পরবর্তী সহিংসতা,  ‘এসএসসি’তে শিক্ষক নিয়োগে দুর্নীতিসহ রাজ্যের বহু  মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ‘সিবিআই’ এবং ‘ইডি’র মতো কেন্দ্রীয় সংস্থা। ওইসব মামলায় তলব করা হচ্ছে রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে শাসকদলের নেতাদের। সম্প্রতি শিক্ষক নিয়োগে দুর্নীতির ঘটনায় রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং পরেশ অধিকারীকে তলব করেছে সিবিআই। এ সব ঘটনায় বেশ অস্বস্তিতে রয়েছে রাজ্যে ক্ষমতাসীন তৃনমূল সরকার। খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে