এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৯ জুন, ২০২৩, ০১:০৬ পিএম
বিশেষ অলিম্পিকে অংশ নিতে জার্মানিতে বাংলাদেশ দল
জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব বিশেষ অলিম্পিক গেমস। খেলাধুলার বিশেষ এই আসরে অংশ নিতে বাংলাদেশের কর্মকর্তা ও খেলোয়াড়সহ ১১৩ সদস্যের একটা বহর ইতোমধ্যেই বার্লিনে পৌঁছেছেন। দেশের সুনাম অক্ষুণ্ন রাখার প্রত্যয় ছিলো বিশেষ চাহিদাসম্পন্ন দেশের তরুণ ও নবীণ খেলোয়াড়দের। মর্যাদাপূর্ণ এই আসরেই নানা ইভেন্টে পদক জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ।
জন্মের পর থেকে শারীরিক ও মানসিক নানা সমস্যা নিয়েও বিশ্ব বিশেষ অলিম্পিক গেমসের মতো খেলাধুলার বিশ্বমঞ্চে ভালো করার প্রত্যয় নিয়ে জার্মানির বার্লিনে এসেছে বাংলাদেশের বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের বিশেষ একটি টিম। ভলিবল, বউচি, বাস্কেটবল, হ্যান্ডবলসহ ফুটবল আর সাঁতারে অংশ নিতে খেলোয়াড় ও কর্মকর্তাদের সমন্বয়ে ১১৩ সদস্যের এই বহরের আশা, যেকোনো মূল্যে মর্যাদার সাথে প্রতিযোগিতা করে দেশের সুনাম বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া। তাই পদক জিততে খেলোয়াড়দের চোখেমুখে আত্মবিশ্বাস।
বাংলাদেশ টিমের প্রধান কর্মকর্তা ও স্পেশাল অলিম্পিক বাংলাদেশের ভাইস চেয়ারম্যান নুরুল আলম বলেন, পদক এই ধরনের বড়সড় প্রতিযোগিতায় প্রথম কিংবা দ্বিতীয় বা তৃতীয় স্থান দখল কিংবা পদক জেতার চাইতে সবকিছু উজার করে দেশের জন্য জান প্রাণ দিয়ে অংশগ্রহণটাই বড় কথা। এজন্য সবার শুভকামনাও চান তিনি।
সপ্তাহব্যাপী বার্লিনের এই বিশ্ব আসরে পৃথিবীর বিভিন্ন দেশের প্রায় সাত হাজার বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়া প্রতিযোগী অংশ নিচ্ছেন। বিশেষ এই অলিম্পিকের উদ্বোধন করেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমাইয়ার ও চ্যান্সেলর ওলাফ শলজ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি