এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৯ জুন, ২০২৩, ০২:০৬ পিএম
আবহাওয়ায় লাল সতর্কতা,অসমে বন্যা পরিস্থিতির অবনতি! রাজস্থানেও বিস্তীর্ণ এলাকা জলের তলায়
পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। একটানা বৃষ্টিতে রাজ্যের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। রবিবার আবহাওয়া দফতরের তরফে লাল সতর্কতা জারি করে আগামী পাঁচদিন কয়েকটি জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
১২ টি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় চৌত্রিশ হাজার বলে জানা গিয়েছে। অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে কাছাড়া, দারাং, ধেমাজি, ডিব্রুগড়, গোলাঘান, হোজাই, লখিমপুর, নগাঁও, নলবাড়ি, শনিতপুর, তিনসুকিয়া, উজালগুড়ি জেলা বন্যার কারণে ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত ফসলি জমির পরিমাণ প্রায় ৯৮ হেক্টর।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি