ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

প্রবল বর্ষণে বিপর্যস্ত নর্থ সিকিম, উত্তরবঙ্গেও শুরু অতিভারী বর্ষণ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৯ জুন, ২০২৩, ০২:০৬ পিএম

প্রবল বর্ষণে বিপর্যস্ত নর্থ সিকিম, উত্তরবঙ্গেও শুরু অতিভারী বর্ষণ

প্রবল বর্ষণে বিপর্যস্ত নর্থ সিকিম, উত্তরবঙ্গেও শুরু অতিভারী বর্ষণ

 রাস্তা যেন নদী। প্রবল জলের তোড়ে রাস্তা গাছ ভাসিয়ে নিয়ে যাচ্ছে পাহাড়ি ঝোরা। তিরতির করে যে ঝোরা বয়ে যায় সেই ঝোরা যেন রাক্ষুসে হয়ে উঠেছে বর্ষার বৃষ্টিতে। উত্তর সিকিমের সঙ্গে গ্যাংটকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

 প্রায় ২০০০-র বেশি পর্যটক আটকে গিয়েছিলেন উত্তর সিকিমে। সেনাবাহিনী তৎপরতার সঙ্গে তাঁদের উদ্ধার করে। এখনও তাঁদের বাড়ি ফিরিয়ে আনা যায়নি। তাতে কলকাতা এবং রাজ্যের একাধিক পর্যটক থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি অত্যন্ত সংকট জনক সিকিমের।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি