ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

ব্লিনকেনের সঙ্গে প্রেসিডেন্ট শি’র বৈঠককে স্পষ্ট ও গভীর বলছে চীন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৯ জুন, ২০২৩, ০৫:০৬ পিএম

ব্লিনকেনের সঙ্গে প্রেসিডেন্ট শি’র বৈঠককে স্পষ্ট ও গভীর বলছে চীন

 ব্লিনকেনের সঙ্গে প্রেসিডেন্ট শি’র বৈঠককে স্পষ্ট ও গভীর বলছে চীন

প্রেসিডেন্ট শি জিনপিং গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন-এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে চীন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেনের কাছে তার অবস্থান স্পষ্ট করেছে, এবং দুই পক্ষই নিজেদের মধ্যে সাধারণ বোঝাপড়া অনুসরণ করতে সম্মত হয়েছে। এছাড়া বৈঠকে উভয় পক্ষ অগ্রগতিও করেছে এবং কিছু নির্দিষ্ট বিষয়ে সমঝোতায় পৌঁছেছে।

চীনের তরফ থেকে ব্লিনকেনকে বলা হয়েছে যে, রাষ্ট্র থেকে রাষ্ট্রের মিথস্ক্রিয়া সর্বদা পারস্পরিক শ্রদ্ধা এবং আন্তরিকতার ভিত্তিতে হওয়া উচিত। প্রেসিডেন্ট শি জিনপিং আশা প্রকাশ করে বলেন, ব্লিনকেন এই সফরের মাধ্যমে চীন-মার্কিন স্থিতিশীলতার জন্য ইতিবাচক অবদান রাখতে পারবেন।
এর আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংয়ের সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

সিএনএন জানিয়েছে, এই সফরের আসল উদ্দেশ্য ছিল চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা হ্রাস করা। আলোচনায়ও এ বিষয়টিকেই অগ্রাধিকার দিয়েছেন দুই পররাষ্ট্রমন্ত্রী। আলোচনা শেষে ব্লিনকেন জানিয়েছেন, খোলাখুলি, বাস্তবসম্মত ও গঠনমূলক আলোচনা হয়েছে। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী আলোচনা করেন এই দুই কূটনীতিক। এরমধ্যে তারা খাবার খান এবং বেশ কিছু ইস্যুতে বিস্তারিত কথা বলেন। রোববার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক উর্ধতন কর্মকর্তা সিএনএন-কে জানিয়েছেন যে, বেশ কিছু ফ্রন্টেই আলোচনা বহুদূর এগিয়েছে। দুই পক্ষই উত্তেজনা হ্রাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। তবে একইসঙ্গে বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে গভীর পার্থক্যও চোখে পড়েছে।

চীনের তরফ থেকে এই আলোচনাকে অকপট ও গভীর বলে বর্ণনা করে বলা হয় উভয় পক্ষই আগাম সংলাপ, বিনিময় এবং সহযোগিতা অব্যাহত রাখতে সম্মত হয়েছে। আগামীতে এ ধরণের আরও বৈঠক আয়োজিত হবে বলে ইঙ্গিত দিয়েছে চীন। কিন গ্যাং মার্কিন যুক্তরাষ্ট্রকে তাইওয়ানের প্রতি মার্কিন নীতি স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন। তাইওয়ান চীনের একটি বিচ্ছিন্ন দ্বীপ যা নিজের স্বাধীনতা দাবি করে। তবে চীন ও চীনের সঙ্গে সম্পর্ক থাকা কোনো দেশই তাইওয়ানের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়না।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার সময় ব্লিঙ্কেন কথাবার্তা চালিয়ে যাওয়ার উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, আলোচনার প্রক্রিয়া কখনো বন্ধ করা উচিত হবে না।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি