ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Logo
logo

হিন্দি ছবি নিষিদ্ধ নেপালে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৯ জুন, ২০২৩, ০৯:০৬ পিএম

হিন্দি ছবি নিষিদ্ধ নেপালে

 হিন্দি ছবি নিষিদ্ধ নেপালে

১৭ জুন মুক্তি পেয়েছে ওম রাউত পরিচালিত দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আদিপুরুষ’। এ ছবির ট্রেলার প্রকাশের পর পরই শুরু হয় নানা বিতর্ক। এই বিতর্ক শুধু ভারতেই নয়, ছড়িয়ে পড়েছে প্রতিবেশী দেশ নেপালেও। আর তাই এই বিতর্ক থামাতে প্রদর্শন বন্ধ করা হয়েছে সিনেমাটির। শুধু তাই নয়, এর সঙ্গে সকল হিন্দি ছবি মুক্তি আর প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি।

১৮ জুন (রোববার) নেপালের রাজধানী কাঠমান্ডুর মেয়র বালেন শাহ টুইটারে এক বার্তায় হিন্দি ছবি মুক্তি ও প্রদর্শন বন্ধের আদেশ দেন। পাশাপাশি সব প্রেক্ষাগৃহে এ বিষয়ে তার দপ্তর থেকে চিঠি পাঠানো হয়েছে। বালেন শাহ টুইটে লেখেন, ‘সোমবার (১৯ জুন) থেকে কাঠমান্ডু মহানগর ক্ষেত্রে সব হিন্দি ছবি প্রদর্শন বন্ধ করা হবে।

কারণ, ‘আদিপুরুষ’ ছবি থেকে আপত্তিজনক সংলাপ এখনো সরানো হয়নি। আমি তিন দিন আগেই ‘সীতা মাতা ভারত কন্যা’ এই সংলাপটা সরাতে বলেছিলাম। এ বিষয়ে তিন দিনের বিজ্ঞপ্তি জারি করেছিলাম। এই সংলাপ না সরিয়ে প্রদর্শন করলে আমাদের রাষ্ট্রের আর সংস্কৃতির অপূরণীয় ক্ষতি হবে।’

এসব বিবাদের শিকড় হলো ‘আদিপুরুষ’ ছবিতে দেবী সীতাকে ভারতীয় কন্যা বলা হয়েছে। নেপালি সেন্সর বোর্ড এ বিষয়ে আগেই আপত্তি তুলেছিল। তাই চাপের মুখে পড়ে নির্মাতারা ‘আদিপুরুষ’-এর সংলাপ বদলাবেন বলেও জানিয়েছেন।

নেপালি সেন্সর বোর্ডের দাবি, দেবী সীতার জন্ম ভারতে নয়, নেপালের জনকপুরে হয়েছিল। তাই নেপালি সেন্সর বোর্ড দেবী সীতার জন্ম ‘ভারত’ এই শব্দ ‘মিউট’ করে চালানোর অনুমতি দিয়েছিল। কাঠমান্ডুর মেয়র দাবি তুলেছেন যে, মূল ছবি থেকে সীতার জন্ম সম্পর্কিত সংলাপটি সরাতে হবে।

এদিকে ‘আদিপুরুষ’ ছবির সংলাপ লেখক মনোজ মুন্তাসির শুক্লা টুইট করে জানিয়েছেন, এই ছবির বিতর্কিত সব সংলাপ বদল করা হবে। মনোজ এক দীর্ঘ পোস্টে লিখেছেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই ছবির যেসব সংলাপ আপনাদের আঘাত করেছে, আমরা তা সব সংশোধন করব। আর এই সপ্তাহে তা ছবির সঙ্গে যুক্ত করা হবে।’

‘আদিপুরুষ’ ছবির হনুমানের মুখের সংলাপ নিয়েও রয়েছে বিতর্ক। ছবিতে হনুমানের মুখে মুম্বাইয়ের আঞ্চলিক ভাষা শোনা গেছে। এদিকে, ‘আদিপুরুষ’ ছবির প্রদর্শন বন্ধে দিল্লি আদালতে এফআইআর দায়ের করেছে হিন্দু সেনার দল। এই ছবির বেশ কিছু দৃশ্য, সংলাপ আর চরিত্রগুলোকে বাদ দেওয়ার দাবি তুলেছে তারা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি