ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

ঘরের মাঠে কলোম্বিয়ার কাছে হেরে বাকরুদ্ধ জার্মানি কোচ হান্সি ফ্লিক


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ জুন, ২০২৩, ০৩:০৬ পিএম

ঘরের মাঠে কলোম্বিয়ার কাছে হেরে বাকরুদ্ধ জার্মানি কোচ হান্সি ফ্লিক

 ঘরের মাঠে কলোম্বিয়ার কাছে হেরে বাকরুদ্ধ জার্মানি কোচ হান্সি ফ্লিক

 গত কয়েক বছর ধরে বার বার দলের চিত্র পরিবর্তন করেও ছন্দে ফিরতে পারছেনা জার্মানি। দুঃসময়ের চক্রে থাকা চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এবার হেরে গেছে কলোম্বিয়ার কাছে। ম্যাচ শেষে সেই হতাশা লুকালেন না জার্মানির কোচ হান্সি ফ্লিক। পরাজয়ের কারণ ব্যাখ্যাতেও তিনি পেলেন না বলার মতো খুব বেশি কিছু।

জার্মানির মাঠে মঙ্গলবার প্রীতি ম্যাচটিতে ২-০ গোলের জয় পায় কলোম্বিয়া। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৪তম মিনিটে গোল করে লাতিন দলকে এগিয়ে নেন লুইস দিয়াস। ৮২তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান হুয়ান কুয়াদ্রাদো।

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া জার্মানি এখনও নিজেদের হারিয়ে খুঁজছে। এক বছরই পরই ইউরো খেলবে তারা আয়োজক হিসেবে। কিন্তু দল এখনও দিশাহীন।

গত সপ্তাহে শেষ দিকে দুই গোল করে তারা কোনোরকমে ৩-৩ সমতায় শেষ করতে পারে ইউক্রেনের বিপক্ষে। গত শুক্রবার পোল্যান্ডের কাছে হেরে যায় ১-০তে। এরপর এই হার।

বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সফল দলটি সব মিলিয়ে সবশেষ ৫ ম্যাচে জিতেছে কেবল ১টিতে। সবশেষ ১১ ম্যাচে তাদের জয় ৩টি মোটে।

২০২১ সালে দায়িত্ব পাওয়া ফ্লিকের কোচিংয়ে একদমই ধারহীন জার্মানি। তার ওপর চাপ তাই বাড়ছে ক্রমাগত। কলোম্বিয়ার কাছে হারের পর কোচ বললেন, কিছু পরীক্ষা-নিরীক্ষায় প্রত্যাশিত ফল মেলেনি এ ম্যাচে। অবশ্যই আমি ভীষণ হতাশ যে, আমরা যা করতে চেয়েছিলাম, তা করে দেখাতে পারিনি। কিছু কিছু ব্যাপার আমরা করার চেষ্টা করেছি, কিন্তু তা উল্টো ফল দিয়েছে।

তিনি আরো বলেন, কী আর বলতে পারি? এই মুহূর্তে কিছু বলার মতো যুক্তি আমাদের নেই। আমাদের বিশ্লেষণ করতে হবে, ভুল থেকে শিখতে হবে। এই চক্র আমাদের ভাঙতে হবে। সেপ্টেম্বরে আমাদের ভিন্ন পারফরম্যান্স বয়ে আনতে হবে। তখন আমরা ভিন্ন একটি দলকে দেখতে পারব এবং ফলও আসবে। আমরা নিশ্চিত যে, খুব ভালো একটি দল ও ভালো সব ফুটবলার আমাদের আছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি