এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২১ জুন, ২০২৩, ০৮:০৬ পিএম
আমার ডিভোর্স হয়েছে, এটা আমার ব্রেকআপ পার্টি: রাখি
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কয়েকটি ভিডিও শেয়ার করেছেন রাখি সাওয়ান্ত। রাস্তায় দাঁড়িয়ে আছেন রাখি। অভিনেত্রীর পরনে লাল রঙের লেহেঙ্গা, মাথায় টিকলি, গলায় নেকলেস। ক্যামেরার সামনে দাঁড়িয়ে রাখি বলেন, ‘আমার ডিভোর্স হয়েছে, এটা আমার ব্রেকআপ পার্টি।’ সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কয়েকটি ভিডিও শেয়ার করেছেন রাখি সাওয়ান্ত।
উল্লেখ্য, আদিল ডুরানির সঙ্গে ২০২২ সালের জুলাই মাসে বিয়ে করেন তারা। এজন্য ইসলাম ধর্ম গ্রহণ করেন রাখি। পরে তার নাম পরিবর্তন করে রাখা হয় রাখি সাওয়ান্ত ফাতিমা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি