এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২১ জুন, ২০২৩, ০৮:০৬ পিএম
ওমর সানী মনে করিয়ে দিলেন সুপারস্টারের পার্থক্য!
নব্বই দশকের অন্যতম জনপ্রিয় সুপার স্টার ওমর সানী। বুধবার (২১ জুন) তার ফেসবুকে শাকিব খানের বৃদ্ধ লুকের পোস্টার পোস্ট করে লেখলেন, আর্টিস্ট সুপার আর্টিস্ট, অসাধারণ।
ঈদে মুক্তি পাবে শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। তাই মঙ্গলবার (২০ জুন) প্রকাশিত হয়েছে বয়স্ক চেহারা বৃদ্ধ লুক। এটি কিং খানের নতুন তৃতীয় লুক। নতুন এই চেহারা দেখে তার ভক্ত-দর্শকসহ ও তারকারাও মুগ্ধ।
সব মিলিয়ে ‘প্রিয়তমা’ সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক। এরই মধ্যে শেষ হয়েছে সিনেমাটির শুটিং। সিনেমা হল বুকিং এজেন্ট থেকে শুরু করে হল মালিকদের আগ্রহের তুঙ্গে রয়েছে সিনেমাটি।
আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত রোমান্টিক অ্যাকশন ঘরানার এ সিনেমার কাহিনি প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।
হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটিতে শাকিব ছাড়াও আরও অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল, কাজী হায়াত, শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডনসহ অনেক। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি