এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২১ জুন, ২০২৩, ০৮:০৬ পিএম
যোগ দিবসে ভিডিও বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
নবম আন্তর্জাতিক যোগদিবস পালিত হচ্ছে গোটা বিশ্বজুড়ে। এবছর প্রথমবার ভারতের বাইরে যোগদিবসে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবছর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যোগদিবসে অংশ নেবেন তিনি।
২০১৪ সালের ১১ ডিসেম্বর রাষ্ট্রপুঞ্জ ২১ জুন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবসের স্বীকৃতি দিয়েছে। ভারতের তরফে যোগ দিবসের স্বীকৃতির দাবি রাখলে ১৭৫টি দেশ তাতে সম্মতি দেয়। মানবজীবনে যোগের সুফল তুলে ধরাই এই দিনটির মূল লক্ষ্য।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি