এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২২ জুন, ২০২৩, ০২:০৬ পিএম
কৃষ্ণাঙ্গ খেলোয়াড়কে বর্ণবাদী গালি: বার্সিলোনার নিন্দা
স্পেনিশ বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বার্সিলোনার চির প্রতিদ্বন্দ্বী রিয়েল মাদ্রিদের কৃষ্ণাঙ্গ খেলোয়াড় জেমস নাজিকে খেলা ম্যাচের সময় এ গালি দেওয়া হয়।
স্পেনের ক্রীড়াঙ্গনে বর্ণবাদী আচরণ নিয়ে বিশ্বব্যাপী নিন্দা-সমালোচনার মধ্যে গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। বরে আগে গত মে মাসে স্পেনিশ ফুটবল লীগের খেলায় রিয়েল মাদ্রিদের ব্রাজিলিয়ান কৃষ্ণাঙ্গ তারকা খেলোয়াড় ভিনিশাস জুনিয়রকে (২২) গালি দেওয়া নিয়ে এ নিন্দার ঝড় উঠে। ৫ বছর আগে টিমটিতে যোগ দেওয়ার পর থেকেই তিনি বর্ণবাদী আক্রমনের শিকার হয়ে আসছেন।
এবার স্পেনিশ বাস্কেটবলও বর্ণবাদী গালির হামলার শিকারে পরিণত হল। বুধবার এক বিবৃতিতে বলা হয়, বার্সিলোনা ফাস্ট-টিম বাস্কেটবল খেলোয়াড় জেমস নাজির প্রতি বর্ণবাদী অবমাননার তীব্র নিন্দা করছে। ফাইনালের ৩ ম্যাচে তাকে এ গালি দেওয়া হয়। রিয়েল মাদ্রিদের অনেক ভক্ত খেলা চলার সময় নাজিকে গালি দিতে দেখা যায়।
বিবৃতিতে বলা হয়, যে কোন বর্ণবাদী বা মৌখিক গালি বা অবমাননার বিরুদ্ধে এসিবি (স্পেনিশ বাস্কেটবল লীগ) কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা করছে বার্সিলোনা।
বার্সিলোনার কোচ সুরুনাস জাসিকেকিসিয়াস বলেছেন, কি ঘটেছিল তা জানতে আমি নাজির সঙ্গে কথা বলতে চাই। আমি মনে করি এটি দু:খজনক ঘটনা। আমি ভিনিশাস সম্পর্কে অনেক কথা শুণেছি। এখন আমাদেরকে এ বিষয়টি নিয়ে কথা বলতে হচ্ছে। তিনি বলেন,
আমাদেরকে এখনই এটি বন্ধ করতে হবে। আমরা এটি মানতে পারি না। আমি রিয়েল মাদ্রিদ ও তার সমর্থকদের মূল্যবোধ নিয়ে চিন্তা করছি। বিষয়টি আমাদেরকে ক্ষুব্ধ করেছে।
নাইজেরিয়ার অনলাইন মিডিয়া আউটলেট পালস স্পোর্টস জানায়, নাজি মাত্র ৮ মিনিট ৩৫ সেকেন্ড খেলেন কিন্তু দলের জয়ে তার ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বার্সিলোনা ফাইনালে রিয়েল মাদ্রিদকে ৯৩-৮২ পয়েন্টে পরাজিত করে স্পেনিশ লীগের ২০তম শিরোপা জিতে নেয়। এর আগে দলটি প্রথম দুই গেমে জয়ী হয়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি