ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

এবার ঘুমিয়ে ঘুমিয়ে বন্দে ভারতে সফর, দুর্গাপুজোর আগেই সুখবর দিল রেল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২২ জুন, ২০২৩, ০৮:০৬ পিএম

এবার ঘুমিয়ে ঘুমিয়ে বন্দে ভারতে সফর, দুর্গাপুজোর আগেই সুখবর দিল রেল

এবার ঘুমিয়ে ঘুমিয়ে বন্দে ভারতে সফর, দুর্গাপুজোর আগেই সুখবর দিল রেল

ভারতের সেমি বুলেট ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস । একাধিক রাজ্যে সেই ট্রেন চলছে। পশ্চিমবঙ্গ ইতিমধ্যেই দুটি বন্দে ভারত পেয়েছে আরও একটি পেতে চলেছে। তার মাঝেই আবার বন্দে ভারত স্লিপার কোচ চালু করার কথা ঘোষণা করেছে ভারতীয় রেল। সামনেই দুর্গাপুজো তার আগে বন্দেভারত নিয়ে এত বড় খবরে রীতিমত উচ্ছ্বসিত যাত্রীরা। সেমি বুলেট ট্রেনে নৈশ সফর কেমন হবে তা জানতে উদগ্রীব তাঁরা। যদিও এবছর দুর্গাপুজোয় হয়তো সেই ট্রেন চালু করতে পারবে না রেলওয়ে। কারণ সেটা এখন নির্মাণ পর্যায়ে রয়েছে। তবে শীতের ছুটিতে এবং পরের বছর গরমের ছুটিতে বন্দেভারত স্লিপার কোচে সফর করতে পারবেন সকলে।

আগামী বছরেই বন্দেভারত স্লিপার কোচ ট্রেন চালানোর পরিকল্পনায় রয়েছে ভারতীয় রেল। চেন্নাইয়ের দ্য ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি জানিয়েছে ডিসেম্বরের মধ্যে স্পিকার কোচগুলি তৈরি হয়ে যাবে। ফেব্রুয়ারি মার্চ মাস থেকেই সেটা ট্র্যাকে নামবে বলে জানিেয়ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি