ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

৪৫০ আসনে একের বিরুদ্ধে এক প্রার্থীর ফর্মুলা! সহমত হবে কংগ্রেস-তৃণমূল-আপ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২২ জুন, ২০২৩, ০৮:০৬ পিএম

৪৫০ আসনে একের বিরুদ্ধে এক প্রার্থীর ফর্মুলা! সহমত হবে কংগ্রেস-তৃণমূল-আপ

৪৫০ আসনে একের বিরুদ্ধে এক প্রার্থীর ফর্মুলা! সহমত হবে কংগ্রেস-তৃণমূল-আপ  

 বিজেপির বিরুদ্ধে এককাট্টা হয়ে ২০২৪-এর লোকসভা ভোটে লড়তে চাইছে বিরোধী দলগুলি। কিন্তু সত্যিই কি একের বিরুদ্ধে এক প্রার্থী দিয়ে লড়াই সম্ভব। শুক্রবার পাটনায় তা নিয়েই মূলত আলোচনায় বসছে বিরোধী দলগুলি। এই বৈঠকে জোটের রণকৌশল ঠিক করাই লক্ষ্য।

সূত্রের খবর, বিরোধীরা ৪৫০ আসনকে টার্গেট করে একের বিরুদ্ধে এক লড়াইয়ের ফর্মুলা তৈরি করতে চলেছে। এই ফর্মুলা কীভাবে বাস্তবায়িত করা যায়, তা নিয়েই কংগ্রেস, তৃণমূল-সব বিভিন্ন বিরোধী দল আলোচনা করবে। এই প্রস্তাব কি সব দল মেনে নিতে পারবে? মূল সমস্যা কংগ্রেস, তৃণমূল ও আম আদমি পার্টির। খানিকটা বামেদেরও সমস্যা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি