ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

মোদির সম্মানে নৈশভোজ ছিল তারার মেলা


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ২৩ জুন, ২০২৩, ১১:০৬ পিএম

মোদির সম্মানে নৈশভোজ ছিল তারার মেলা

মোদির সম্মানে নৈশভোজ ছিল তারার মেলা

যুক্তরাষ্ট্র সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার স্ত্রী ফার্স্ট লেডি জিল বাইডেন। আর সেই বিশেষ নৈশভোজে যেন চাঁদের হাট বসেছিল। 

ছিলেন মুকেশ আম্বানি, স্ত্রী নীতা আম্বানি, আনন্দ মাহিন্দ্রা, সস্ত্রীক সুন্দর পিচাইসহ আরও অনেকে।

নৈশভোজে বিশিষ্ট ভারতীয় এবং আমেরিকানদের দেখা মিলল। বিজনেস, টেক, ফ্যাশন ইত্যাদি দুনিয়ায় একাধিক প্রখ্যাত মানুষ এদিন আমন্ত্রিত ছিলেন।

নরেন্দ্র মোদির সঙ্গে এদিন ছিলেন এস জয়শঙ্কর অর্থাৎ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী।

নৈশভোজে সত্য নাদেলা, অনু নাদেলা, সিনেমা নির্মাতা এম নাইট শ্যামলন, হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট মার্টিন লুথার কিং ৩ সহ নিধি তিওয়ারি, অ্যাডোবির সিইও শান্তনু নারায়ণসহ সালমান আহমেদ, কিরণ আহুজা, ডক্টর নিকোলাস ট্যাগলেও ছিলেন।

ছিলেন অ্যাপেলের সিইও টিম কুকও। এদিনের বিশেষ নৈশভোজে চার শতাধিক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

বিশিষ্ট অতিথিদের তালিকায় নাম দেখা যায় কমলা হ্যারিস, তরুণ ছাবড়া, মাইকেল ফ্রোহম্যান, এরিক গারসেটি, মেরিক গারল্যান্ড, সহ অন্যান্যদের। বাইডেনের পরিবার থেকে এদিন হান্টার বাইডেন, জেমস বাইডেন, নাওমি বাইডেন নিল ছিলেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি