এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৫ জুন, ২০২৩, ০৫:০৬ পিএম
কানাডা মাতালেন সামিনা-বেবি-শাহাবুদ্দিন
উত্তর আমেরিকার দেশ কানাডা মাতালেন বাংলাদেশের জনপ্রিয় দুই সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরী ও বেবি নাজনিন। গানে গানে কানাডার মন্ট্রিয়লে বসবাসরত বাঙালিদের হৃদয় জয় করেছেন বাংলাদেশের এই দুই গানের সম্রাজ্ঞি।
স্থানীয় সময় শনিবার (২৪ জুন) সন্ধ্যায় মন্ট্রিয়লের পার্ক এক্সটেনশন এলাকায় পৃথক অনুষ্ঠানে গান পরিবেশন করেন সামিনা চৌধুরী ও বেবি নাজনিন।
কানাডা-বাংলাদেশ সলিডারিটি ও বাংলাদেশ এসোসিয়েশন অব মন্ট্রিয়ল এই পৃথক অনুষ্ঠানের আয়োজন করে।
মন্ট্রিয়লের সেইন্ট রক পার্কে কানাডা-বাংলাদেশ সলিডারিটি আয়োজিত বাংলাদেশ মেলায় গান পরিবেশন করেন সামিনা চৌধুরী। এসময়, সন্ধ্যার পর সামিনা চৌধুরী মঞ্চে উঠলে দর্শক-স্রোতারা করতালির মাধ্যমে প্রিয় শিল্পীকে সাদর সম্ভাষণ জানায়।
সামিনা চৌধুরীর কণ্ঠে গান "একবার যদি কেউ ভালবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো" এই গানে মুগ্ধ হয়ে স্রোতারা পছন্দের গান পরিবেশন করতে অনুরোধ করেন সামিনা চৌধুরীকে।
সামিনা চৌধুরীকে দর্শকদের অনুরোধের গান পরিবেশন করতেও দেখা গেছে।
এদিকে, বাংলাদেশ এসোসিয়েশন অব মন্ট্রিয়লের আয়োজনে পৃথক অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাংলাদেশের আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবি নাজনিন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় মন্ট্রিয়লের পার্ক এক্সটেনশন এলাকায় মেট্রো সংলগ্ন পার্কে সংগঠনটির দেড় যুগ পূর্তি উপলক্ষে মেলায় গান পরিবেশন করেন তিনি।
এসময় প্রিয় শিল্পীকে একনজর দেখতে মন্ট্রিয়ল শহর ও আশপাশের শহর থেকে বিকেল থেকেই উপস্থিত হতে দেখা গেছে দর্শক-স্রোতাদের।
বেবি নাজনিন "ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি বলে যায়" গানসহ মনোমুগ্ধকর গান উপহার দেন দর্শক-স্রোতাদের। এছাড়া, একই অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাংলাদেশের আরেক জনপ্রিয় শিল্পী ফকির শাহাবুদ্দিন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি