ঢাকা, রবিবার, ফেব্রুয়ারী ২৩, ২০২৫ | ১১ ফাল্গুন ১৪৩১
Logo
logo

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে তেঁতুল বিচি আমদানি


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ২৪ মে, ২০২২, ০৩:০৫ পিএম

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে তেঁতুল বিচি আমদানি

দেশের বাজারে চাহিদা থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে তেঁতুল বিচি আমদানি শুরু হয়েছে। ভারতের তামিলনাড়ু, ঊরিষ্যসহ বিভিন্ন রাজ্য থেকে এসব তেঁতুল বিচি আমদানি হচ্ছে। চট্টগ্রামের ইকবাল ট্রেডিং নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব তেঁতুল বিচি আমদানি করছেন। পন্যটি শুল্ক মুক্ত রয়েছে।

সোমবার বিকেলে ভারত থেকে তেঁতুলের বিচি বোঝাই একটি ট্রাক হিলি বন্দরে প্রবেশ করে। পরে আরও দুটি তেঁতুলের বিচি বোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করেন।

কয়েল কারখানা কয়েল তৈরি ও কীটনাশক কারখানায় কাঁচামাল হিসেবে চাহিদা থাকায় ভারত থেকে এসব তেঁতুল বিচি আমদানি হচ্ছে বলে জানিয়েছন আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি।

হিলি কাস্টমসের তথ্য সূত্রে জানা যায়, সোমবার হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় তিনটি ট্রাকে ৭৫ মেট্টিক টন তেঁতুলের বিচি আমদানি হয়েছে।