ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

ঝিনাইদহ জেলা সমিতি, ঢাকা’র সভাপতির বাড়িতে হামলায় জড়িতদের শাস্তি দাবি


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ২৪ মে, ২০২২, ০৪:০৫ পিএম

ঝিনাইদহ জেলা সমিতি, ঢাকা’র সভাপতির বাড়িতে হামলায় জড়িতদের শাস্তি দাবি

 

ঝিনাইদহ জেলা সমিতি, ঢাকা এর সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মোঃ নাসের শাহরিয়ার জাহেদীর ঝিনাইদহের বাড়ীতে সন্ত্রাসীদের হামলা এবং ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকাস্থ ঝিনাইদহ জেলা সমিতি এর সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন কুটু জোয়ার্দার ও সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। ২২ মে এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

প্রসঙ্গত, গত ১৫ মে ২০২২ তারিখ রবিবার সন্ধ্যার দিকে কতিপয় দুষ্কৃতিকারী হীন উদ্দেশ্য হঠাৎ করে ঝিনাইদহ শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত বাড়িতে ইট—পাটকেল নিক্ষেপসহ ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের মাধ্যমে যথেষ্ট ক্ষতি সাধন করে।

উল্লেখ্য, ক্ষতিগ্রস্ত বাড়িটি, মোঃ নাসের শাহরিয়ার জাহেদীর প্রয়াত পিতা ভাষা সৈনিক মরহুম জাহিদ হোসেন (মুসা মিয়া)’র রাজনৈতিক স্মৃতি বিজড়িত ঝিনাইদহের একটি ঐতিহাসিক বাড়ি।

ঢাকাস্থ ঝিনাইদহ জেলা সমিতি এ জাতীয় ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং সেই সাথে দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তারসহ শাস্তি নিশ্চিতে দাবি জানাচ্ছে।