এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৬ জুন, ২০২৩, ০৫:০৬ পিএম
ওয়াগনারের বিদ্রোহ পুতিনের শাসনে ‘ফাটল’ ধরিয়েছে: ব্লিঙ্কেন
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন বলেছেন, রাশিয়ায় ওয়াগনারের সংক্ষিপ্ত ও বিশৃঙ্খল বিদ্রোহ খুব খারাপ বইয়ের একটি অতিরিক্ত অধ্যায় যা পুতিন রাশিয়ার জন্য লিখেছেন। ব্লিঙ্কেন বলেন, এধরনের বিশৃঙ্খলা পুতিনকে মোকাবেলা করতে হবে। সিএনএন/বিবিসি
ব্লিঙ্কেন মনে করেন, ওয়াগনারের বিদ্রোহ ছিল ‘পুতিনের কর্তৃত্বে সরাসরি হুমকি’। এ বিদ্রোহ অর্থবহ নানা প্রশ্নের জন্ম দিয়েছে। পুতিনের কর্তৃত্বে ফাটলকে সামনে নিয়ে এসেছে। এ বিদ্রোহ পুতিনের কর্তৃত্বের প্রতি সরাসরি চ্যালেঞ্জ। যা অর্থবহ নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
রোববার সিবিএস নিউজের টক শো ‘ফেস দ্য নেশন’ -এ অংশ নিয়ে ব্লিঙ্কেন বলেন, ওয়াগনারের বিদ্রোহ অভাবনীয় ঘটনা, যেখানে পুতিনের একজন ঘনিষ্ঠ মিত্র ভাড়াটে সেনা পাঠিয়েছে ইউক্রেনে তুমুল লড়াইয়ের মোকাবেলা করতে- আর তারপর অতিদ্রুতই আবার তিনি ঘুরে দাঁড়িয়েছেন রাশিয়ার নেতার বিরুদ্ধে এবং ক্রেমলিনের ক্ষমতার কেন্দ্রকে হুমকির মুখে ফেলে দিয়েছেন।
এবিসি নিউজকে ব্লিঙ্কেন বলেন, ১৬ মাস আগে রুশ বাহিনী কিয়েভের দোরগোড়ায় ছিল। গোটা ইউক্রেনই দখল করে নেওয়ার হুমকি সৃষ্টি করেছিল তারা। আর এখন এ সময়ে এসে তাদেরকে রাশিয়ারই রাজধানী মস্কোকে সুরক্ষা দিতে হচ্ছে ভাড়াটে সেনাদের হাত থেকে, যে সেনাদল গড়ে উঠেছিল প্রেসিডেন্ট পুতিনেরই পৃষ্ঠপোষকতায়।
শনিবার হঠাৎ করেই ওয়াগনারের সেনারা রাশিয়ায় ঢুকে একাধিক শহরের নিয়ন্ত্রণ নেয়। ওয়াগনার প্রধান প্রিগোজিন রাশিয়ার সামরিক নেতৃত্ব উৎখাতের হুমকি দেন। ওয়াগনার সেনাদের একটি অংশ রাশিয়ার মস্কোর দিকে যাত্রা করে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি